Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড


গত তিন বছরে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন জেলা কার্যালয়সমূহ জনসচেতনতামূলক সভা আয়োজন, নিয়মিতভাবে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনা,অভিযোগ নিষ্পত্তি, লিফলেট, প্যাম্পলেট, পোস্টার/ ক্যালেন্ডার বিতরণ ও সেমিনার আয়োজন করে আসছে। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়সমূহ কর্তৃক ২০২১-২২ অর্থবছরে ১,৪৩৪ টি অভিযান পরিচালনার মাধ্যমে ৩,০৮৮ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৩,১৩,৬৪,৩০০/- (তিন কোটি তের লক্ষ চৌষট্টি হাজার তিনশত টাকা) জরিমানা করা হয়। এসময়ে ভোক্তাগণের ৯৪৩ টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৭,৬৬,৫০০/- ( সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত টাকা) জরিমানা করা হয় এবং ভোক্তাগণকে আদায়কৃত জরিমানার ২৫% হারে ১,৯২,৩৭৫/- (এক লক্ষ বিরানব্বই হাজার তিনশত পঁচাত্তর টাকা) প্রদান করা হয়েছে; জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৭০ টি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং ৬০,০০০ টি লিফলেট; ৪৫,০০০ টি প্যাম্পলেট ও ৯,০০০ টি ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ১,৪৭৭ টি অভিযান পরিচালনার মাধ্যমে ২,৭৪৭ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৩,১২,২০,৫০০/- (তিন কোটি বার লক্ষ বিশ হাজার পাঁচশত টাকা) জরিমানা করা হয়। এসময়ে ভোক্তাগণের ১,১৭৮ টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৫,৫০,০০০/- ( পনের লক্ষ পঞ্চান্ন হাজার টাকা) জরিমানা করা হয় এবং অভিযোগকারীগণকে আদায়কৃত জরিমানার ২৫% হারে ৩,৮২,৫০০/- (তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশত টাকা) প্রদান করা হয়েছে; জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৬৮ টি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে (মে ২০২৪ পর্যন্ত) ১২৪৫ টি অভিযান পরিচালনার মাধ্যমে ২,৩৪৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৩,১০,৫৯,২০০/- (তিন কোটি দশ লক্ষ ঊনষাট হাজার দুইশত টাকা) জরিমানা করা হয়। এসময়ে ভোক্তাগণের ১,৪৪৭ টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৪,৯৮,০০০/- ( চার লক্ষ আটানব্বই হাজার টাকা) জরিমানা করা হয় এবং ভোক্তাগণকে আদায়কৃত জরিমানার ২৫% হারে ১,২২,৭৫০/- (এক বাইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা) প্রদান করা হয়েছে; জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৬৮ টি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” প্রচারের লক্ষ্যে বিভাগের সকল উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে সেমিনার আয়োজন করা হয়েছে। অধিকন্তু বিভাগজুড়ে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।